Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

সবুজের সফর | ঋতম পাল

সবুজের সফর
ঋতম পাল

গাছ কেটে প্রকৃতির সম্পদকে,
করেছো যারা নির্বিচারে নষ্ট;
বর্তমান এই পরিস্থিতিতে, 
হচ্ছে এখন অক্সিজেনের কষ্ট।

ইট, কাঠ, পাথরের বন্ধন থেকে আবদ্ধ হয়ে,
সবুজের খেলায় প্রকৃতি মেতে উঠুক;
এক রোগমুক্ত নতুন সকাল দেখার আশায় মানবসমাজ বাঁচুক।

পরিবেশের দায়িত্ব নিতে হবে আমাদেরই, 
হতে হবে আরো সচেতন;
প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই, 
হোক সভ্যতার উন্নয়ন। 

হোক বদল ভাবনা-চিন্তার, 
গাছ না কেটে গাছ লাগাও বেশি করে;
বিশ্বপরিবেশ দিবসে নতুনরূপে সেজে উঠুক পৃথিবী, 
সবুজের এই সফরে। 

Post a Comment

0 Comments

Close Menu