আমার বাবা
অভিজিৎ হালদার
বাবা আমার প্রাণের আলো
বাবা হলো আমার ঈশ্বর।
বাবার হাত ধরে জীবনে অনেক বড় হয়েছি
বাকীটা জীবন এভাবেই বড় হতে চাই।
অনেক দুঃখ কষ্ট বেদনা ভরা বাবার জীবন
তবুও সন্তানদের মুখে হাসি ফোটাতে বাবা বদ্ধপরিকর।
দিনের আলো বেড়ে ওঠা পথ চলা
চলতি শিশুর মুখের ভাষা আর্তনাদ
এই বাবা আমার চলার সঙ্গী অমৃত সমান।
কেউ কোনোদিন কথা রাখতে জানে না!
একমাত্র সমস্ত বাবা'রাই পারে কথা অটুট রাখতে
কেননা পৃথিবীও আজকাল দু'পয়সার গোলাম।
বাবা আমার হৃদপিন্ড জ্বর
বাবা আমার প্রশ্বাসের নালী
শিরা ধমনী সমস্ত কিছুই জিন অতীত বাবা
এই বাবা ছাড়া একমুহুর্ত চলা অসম্ভব!
তবুও যাদের বাবা নেই তারাও এক অন্য বাবার আশ্রয়ে স্থান পায়
যেখানে থাকে না কোনো হিংসা, দ্বন্দ্ব, হানাহানি
সেখানে শুধু শান্তি আর শান্তি চিরকাল।।
0 Comments