Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবার অনুভূতি | বুবাই শর্মা | কবিতা | পিতৃ দিবস

বাবার অনুভূতি
বুবাই শর্মা

বাবা শব্দটি প্রথম শিখেছি
 মায়ের কাছে থেকে।
শিখেছি আরও কত কি!
বাবা মানে শক্তি,
বাবা মানে ভরসা,
বাবা মানে পৃথিবী,
বাবা মানে ছায়া....
তবে আমার কাছে
বাবা মানে স্বপ্ন
বাবা মানে আশা
বাবা মানে ছবিতে ও স্বপ্নে দেখা চরিত্র।
যাঁর সাথে ছোটবেলায় ছুটে
বেড়িয়েছি সারাটা বিকেল শুধু স্বপ্নের মধ্যে।
মাকে প্রশ্ন করলাম ' বাবা
ছবি থেকে বেরিয়ে এসে কেন আদর করে না?'
মা বলেন ' তিনি না কি ঈশ্বরের আদেশে
তারাদের দেশে বিশেষ কাজ গিয়েছেন,
আসতে দেরি হবে!'
আমার সাতাশ বছর পেরিয়ে গেলো।
আমিও এক সন্তানের বাবা হয়েছি।
কই বাবা তো ফিরে এলেন না!
যদি ঈশ্বর থেকে থাকেন,
আমার প্রার্থনা কারও বাবাকে 
তারাদের দেশে কাজে পাঠাবেন না। 













Post a Comment

0 Comments

Close Menu