Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

কার্গিল বিজয় উৎসব | পারমিতা দাস | কবিতা | কার্গিল বিজয় দিবস

কার্গিল বিজয় উৎসব
পারমিতা দাস

যুদ্ধ নয় শান্তি চাই 
যতই বলি ভাই 
সীমান্ত দখলের  লড়াইয়ে
কোন দেশ পিছু পা নয় ।
কিছু কিছু লড়াই  আবার 
মনেতে দাগ  কাটে ।
কার্গিলের বিজয় উৎসব  পালন 
তার স্মরণে ঘটে ।
ষাট  দিনের এই লড়াইয়ে
বহে গিয়েছিল  রক্তধারা 
তারপর উড়েছিল কার্গিলে বিজয় পতাকা ।
স্মরণ করার মত দিন একটা বটে
 বীর শহীদদের বলিদানে
দেশের  সম্মান  বাঁচে ।
আত্মবলিদানের কথা উঠুক 
আকাশ  বাতাস  ভরে ।
তার মধ্যদিয়ে বীর শহীদদের
স্মরণ  করা যাবে ।









Post a Comment

0 Comments

Close Menu