Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

ঐ কার্গিল | সাকিনা খাতুন | কবিতা | কার্গিল বিজয় দিবস

ঐ কার্গিল
সাকিনা খাতুন

কাশ্মীরের ঐ কার্গিলে বেজে ওঠে রণধ্বনির সুর। 
রণবীররা সুর শুনতে গিয়ে এগিয়েছে বহুদূর। 
আপন পুরে কাঁদছে মা কাঁদছে প্রিয়জন। 
দেশের বীর ছেলের উপাধিতে দিচ্ছে জীবন। 
দেশ বাঁচাতে বীর ছেলেরা নিজ রক্তে রাঙ্গাল জন্মভূমি। 
কার্গিলের মাটিতে হারিয়েছে, কত বীর পুত্র জন্ম জননী। 
 কার্গিলের ঐ মাঠটা ভেবে আজও কেঁদে ওঠে মন।। 
শ্রদ্ধা জানাই ছাব্বিশে জুলাই কার্গিলের ঐ তরে। 
এমন দিন আসেনা যেনো আবার ঘুরেফিরে। 








Post a Comment

0 Comments

Close Menu