Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

কার্গিলে এক সৈনিক | তপন মাইত | কবিতা | কার্গিল বিজয় দিবস

কার্গিলে এক সৈনিক
তপন মাইতি

আমি কার্গিলে এক সৈনিক 
আমাকে এত ভাবলে চলবে না 
আমার উপর সারাদেশ বিশ্বাস করে আছে 
'ওরা তো আছে আমাদের কিছু হবে না...
আমরা এখন নিশ্চন্তে ঘুমাতে পারি...'

কি করে বলব যুদ্ধ আমার কখনও ভালো লাগে না 
তোমাদের মত আমার ও সংসার পরিজন আছে 
এখন আমার এতকিছু ভাবার সময় নিই 
ডাক এসেছে চলে যেতে হবে কার্গিলে 
আমি ফিরে আসব কিনা জানি না 
কথা দিচ্ছি জান থাকতে থাকতে 
আমার রাইফেলের সামনে কোন শত্রু দাঁড়াতে সাহস পাবে না 
আমার মেশিন গানের মুখে কাঁটাতার পেরোনোর মুরোদ দেখাতে পারবে না 
যতক্ষণ বেঁচে থাকব লড়ে যাব 'বন্দেমাতরম'
কোন কিছুর বিনিময়ে আমার দেশের মাটির এককনাও ছাড়ব না 
কাঁদছ কেন মা 'জয় হিন্দ'
মনে রেখ আমি বীর সৈনিক জওয়ান 
তোমার বুকের ওপর শুইয়ে দেব 
উর্দিপরা শত্রুদের পলাশ ফুলের রাঙা শরীর 
পরাজয়ের গ্লানি কখনই ভুলতে পারবে না 
আমাদের কাছ থেকে শেষ হাসিটা কখনও ছিনিয়ে নিতে পারবে না 
ভোর হয়েছে উড়ছে দেশমাতৃকার জয়ধ্বনি 
তেরঙ্গায় পড়েছে ভোরের প্রথম সোনালী রোদ 
শেষবারের মত দেখে গেলাম ছাব্বিশে জুলাই 
কার্গিল বিজয় দিবস জয় হিন্দ....








Post a Comment

0 Comments

Close Menu