দেশপ্রেমিক যোদ্ধা
বিবেক পাল
সীমান্তে দেশের সেনাদল দিবানিশি--
শত্রুর মোকাবিলায় সশস্ত্র প্রহরায় সজাগ দৃষ্টি
" ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান ঘন-বজ্রে বিষাণ বাজে ।"
তন্দ্রা অলসতা সরিয়ে গুরু-দায়িত্ব পালনে
জন্ম নেয় হাজারো স্বপ্ন খোলা আকাশের নীচে ,
কখনো আলো-আঁধারের বাঙ্কারে !
তেসরা মে ১৯৯৯ হিমশীতল পরিবেশ ,
তাপমাত্রা হিমাঙ্কের নীচে, এমনি দিনে-
কার্গিলে বেজে ওঠে রণ-দামামা
রত্নগর্ভা মায়ের সোনার ছেলের রক্তে রঞ্জিত ভু-স্বর্গ !
বর্বর উল্লাসে দিয়ে সমীচীন শিক্ষা
হিমমাখা পরশের কম্পনে
একরাশ মুগ্ধতা-----
শহীদের রক্তের বিনিময়ে অবশেষে এলো
২৬ শে জুলাই সেই কাঙ্ক্ষিত দিন ,
আকাশ ভেঙে বৃষ্টি নামে !
0 Comments