শহীদ জুলাই
আবুল হাসেম
দেহের মাঝে উষ্ণ শোণিত
মনন যাদের প্রতিবাদী।।
চুপ থাকা যে বড্ড দায়
আকাশ বাতাস শব্দভেদী।।
অত্যাচারে মত্ত যখন
দেশের যত কাপুরুষ।।
মনের মাঝে বিষাদ হাজার
চিন্তা যাদের সুপুরুষ।।
অত্যাচারের করবে বিনাশ
নিজের রক্তে আত্মদান।।
তাঁরা হলেন মায়ের শিশু
হাসি মুখেই দিলেন প্রাণ।।
হাজার যুদ্ধ রক্ত ক্ষরণ
জুলাই এর স্মৃতিকথা।।
মনের মাঝে থাকবে সদা
আপন প্রাণের গোপন ব্যথা।।
যুগের হুজুগ কাটবে যেদিন
পড়বে মনে শহীদ স্মরণ।।
তাঁরা হলো সত্য নায়ক
থাকবে প্রাণে আমরণ।।
0 Comments