Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

প্রণয় | কুণাল রায় | কবিতা

প্রণয়
কুণাল রায়

#প্রথম ভাগ

নীল গগনে উঠে ছিল চাঁদ,
এক শীতল সমীরণ সৃষ্টি করেছিল শিহরণ,
আলতো কণ্ঠে পাখিদের কলতান,
নির্মাণ করে এক মায়াময় পরিবেশ!
সূর্য পাটে গেছে বহুক্ষণ,
কিন্তু সৃষ্টি ব্যস্ত তার অবিরাম লীলায়ে,
এরই মাঝে ছুটে চলেছে সে,
এক পক্ষীরাজ সম ঘোড়া করে,
হাতে এক ঘন কালো চাবুক,
মিশে গেছে যে রাতের আঁধারের সাথে!
ছুটে চলেছে সে,
কোনো বাঁধা আর পারবে না তাঁকে বন্দি করতে আজ!
এক তীব্র অনুরাগের স্পর্শ করে তুলেছে উন্মত্ত আজ!
ছুটে চলেছে সে,
পেছনে সকল অতীতের স্মৃতিকে ফেলে,
এক অজানা ভবিষ্যতের গর্ভে,
কালচক্র অধিক সক্রিয় আজ,
বিস্মৃত হয়েছে সেও বোধকরি সকল নিয়ম!


#দ্বিতীয় ভাগ

এক প্রহর পর সম্মুখে দাঁড়িয়ে এক সমুদ্র!
সমুদ্র দেবতা আজ অতীব অস্থির,
একের পর এক ঢেউ আঁচড়ে পড়ছে সৈকতে,
টুকরো টুকরো তাঁর অস্তিত্ব।
দর্প চূর্ণ আজ!
অকস্মাৎ এক ভয়ংকর সর্প,
সমুদ্র মাঝে বিস্তার করে তার সুবিশাল ফণা,
ভাবে সে: মায়া না বাস্তব!
এক অপরিসীম সাহস অবলম্বন করে -
পৌঁছালেন সমুদ্র মাঝে,
আশ্চর্য,
তরবারির এক স্পর্শে অদৃশ্য হল সেই করাল বদনা!
প্রেম বুঝি একেই বলে-
আপন প্রাণ তুচ্ছ করে,
মুখামুখি হয়েছে এক অযাচিত সংকটের!
সন্তুষ্ট সমুদ্রদেব,
দুই ভাগে ভাগ হয়ে গেল সেই জলরাশি,
আবার গন্তব্যের দিকে ছুটে চলেছে সে!


#তৃতীয় ভাগ

কিছুদূর গিয়ে লক্ষ্য করে এক বৃহৎ মরুভূমি,
চাঁদ তখনও মধ্য গগনে,
ধূ ধূ করছে চারিদিক।
হঠাৎ এক অদ্ভুত শব্দ,
কানে এসে পৌঁছল তাঁর,
ফিরে দেখে,
ধেয়ে আসছে এক মরুঝড়!
তারই মাঝে ফুঁটে  উঠেছে এক প্রাসাদের ছবি!
অদ্ভূত তার গঠন।
কিন্তু আশ্রয় নেওয়ার আশা রূপান্তরিত হল না বাস্তবে,
মরীচিকার মত মিলিয়ে গেল সেই গঠন,
সেই সাধের প্রাসাদ!
ঘোড়ায় চেপে বসল এবার,
প্রেয়সী যে ডেকেছে তাঁকে বারবার!
তীব্র ঝড় উপেক্ষা করে এগিয়ে গেল সে!
ভাবল গন্তব্য আর বেশীদূর নয়,
ঘুমন্ত আকাশ একটু পরেই জেগে উঠবে,
এক ভাবনা গ্রাস করল তাঁকে,
ছুটে চলবার ছাড়া আর কোন পথ নেই আজ!


#চতুর্থ ভাগ

ছুটতে ছুটতে পৌঁছায় সে এক অরণ্য মাঝে,
শেষে এক কুটির বর্তমান,
এক নিভন্ত প্রদীপের আলোয়ে দেখা যাচ্ছে তাঁর ছায়া,
প্রেমিকার মুখটা ভেসে উঠল চোখের তারার মাঝে!
আলতো করে তিন বার টোকা দিল জানলায়!
প্রেয়সীর কণ্ঠ তৃপ্ত করল তাঁর অন্তরকে!
প্রদীপের শিখায় দেখতে পেল তাঁর মুখ,
তাঁর ঘন কালো চুল বেয়ে পড়ছে পাহাড়ি ঝর্ণার মত!
হাতে হাত রাখল দুজনে,
অন্তরের ভাষা যেন প্রকাশ পেল নয়নে,
প্রেম খুঁজে পেল তাঁর ভিন্ন পরিভাষা,
আলিঙ্গন!
পূর্ণতা পায় মিলন!


#পঞ্চম ভাগ

ধীরে ধীরে বিদায় নেয় চাঁদ,
আকাশে উদিত হয় সূর্য,
চারিদিক তখনও নিস্তব্ধতায়ে মগ্ন,
এক উপলব্ধি,
শীতল কায়া,
মুদিত নয়ন দুটি,
পরনে এক রেশমি নীল বসন!
প্রেমিকের কোলে চিরনিদ্রায় প্রেমিকা,
এক আর্তনাদ,
এক যন্ত্রণা,
এক পরীক্ষা!
প্রেমহীন জীবন মূল্যহীন,
দগ্ধ চিত্ত!
সঙ্গীহীন এই পৃথিবী,
মৃত্যু সম আজ!
এক বিরল সিদ্ধান্ত,
বিদ্ধ হল হৃদয় তাঁর,
তবে তা আপন অস্ত্রে!
রক্তাক্ত দেহ দুটি পড়েছিল মাত্র,
নেই কোন উপহার,
নেই কোন স্বীকৃতি,
আছে কেবল বুকভরা হাহাকার,
একরাশ অশ্রুবিন্দু!
তবুও অনির্বাণ প্রণয় শিখা,
গেয়ে যাবে তাঁদের জয়গান,
চিরদিন,
চিরন্তন!!







Post a Comment

0 Comments

Close Menu