কার্গিল যুদ্ধ
অধীর কুমার রায়
যুদ্ধে যাচ্ছেন বিজয় সিং রাঠোর।চোখে আঁকা স্বপ্নগুলো এখনও অঙ্কুরিত হলো না।অথচ কর্তব্য দড়ি ধরে টানছে।যাবার আগে ত্রিরাঙ্গা ঝান্ডার পদতলে সোনালী মৃত্তিকার শ্লেটে রক্তরাঙা কালিতে লিখে গেলেন জীবনের জয়গান-------
চলেছি কর্মযজ্ঞে যুদ্ধক্ষেত্রে আজ
আমি সৈনিক হাতে রাইফেল,
নিশানা করেছি শত্রুর বক্ষস্থল।
পরমা চেয়ে আছে আগামীর পানে-
কখন বাজে সানাইয়ের সুর,
প্রজাপতি উড়ে বসে শরীরের আঙিনায়।
মুঠো মুঠো স্বপ্নগুলো জানালায় উঁকি দেয়।
স্বপ্নগুলো সাজি ভরে রেখে গেলাম
দেশ মাতৃকার স্নেহছায়া তলে।
যদি ফিরি হাসি মুখে চেয়ে নেব
এক মুঠো সোনা রোদ্দুর।
সীমান্তের সীমারেখায় এক পা জমি ছাড়বোনা আমি।
হৃদয়ে বাড়ছে প্রত্যয়, যুদ্ধ আমি জিতবই।
আর যদি শত্রুর বুলেটে রাঙা হয় রক্তশিমূল?
কেঁদোনা মা, মিছেই ভয় পাও,
চেয়ে দেখো বসে আছি পদতলে হাজার কোটি
টকবগে বীর সৈনিক জওয়ান ।
0 Comments