Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

কার্গিল যুদ্ধ | রবীন্দ্রনাথ দাস | কবিতা | কার্গিল বিজয় দিবস

কার্গিল যুদ্ধ
রবীন্দ্রনাথ দাস

শত্রু রক্তে সন্ত্রাস শিক্ষা
নেই তো ভালো কাজ, 
আনন্দ তার রক্তের নেশার
তাতেই করে রাজ। 

মোদের জোয়ান তৈরী সদাই
নজর যে দিন রাত, 
দেশের জন্য করতে পারে
নিজের জীবন-পাত। 

কার্গিল যুদ্ধে জয়ী হয়ে
বাড়লো দেশের বল, 
শত্রু পক্ষ হেরে গিয়ে
বন্ধ হয়নি ছল। 

সুযোগ পেলে সন্ত্রাস করে
বর্ডার পথের দিক, 
যোগ্য জবাব পেয়ে তারা
হয়নি তবু ঠিক। 

ছাব্বিশ জুলাই বিজয় উৎসব
আনন্দে-তে দেশ, 
দেশের পতাকা আকাশে-তে
উড়বে গর্বে বেশ। 









Post a Comment

0 Comments

Close Menu