Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

আজ কি স্বাধীনতা | আবুল হাসেম | কবিতা | স্বাধীনতা দিবস

আজ কি স্বাধীনতা
আবুল হাসেম

তিরঙ্গায় অমানুষের হাতের স্পর্শ
উঠেছে কালো কেতনের ঝড়।।
কতো ভিন্ন ধর্মীর রক্তে রাঙা দেশ
আমরা কেউ তো নয় পর।।
জোয়ার আসিছে বিবেকহীনের
মনুষ্যত্ব ডুবেছে চির ঋণে।।
কতো বিপ্লবীর গেলো তাজা প্রাণ
অত্যাচারের হাত রাঙা ওই খুনে।।
বিপ্লবীর কণ্ঠ হয়েছে চির রুদ্ধ 
আমনুষের তীব্র চিৎকারে।।
সততায় আজ বন্দী কাষ্ঠ যূপে
জাতির মেরুদণ্ড ভেঙেছে অহঙ্কারে।।
কতো শত ফতোয়া জারি কতো শ্লোগান
জাতের নামে সব হয়েছে বজ্জাতি।।
দেশমাতা আজ স্তব্ধ ,পুত্র হারার শোকে
অমানুষ ফুলিয়ে বেড়াই বুকের ছাতি।।
গগন ভেদে আজ ক্রন্দল রোল 
উঠবে কবে আশার সূর্য।।
বিপ্লবীর রক্ত মাঝেই জাগবে 
স্রোতের রণ তূর্য।।।








Post a Comment

0 Comments

Close Menu