Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

বিশ্ব প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ | নিতাই বর্মন | কবিতা

বিশ্ব প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ
নিতাই বর্মন

মোরা বিশ্ব প্রকৃতি বাঁচাতে গাছ লাগালাম, 
প্রসংশা পেতে চাইনি।
মোরা সৃষ্টি কর্তা ঈশ্বরের বাণী হৃদয়ে ধরেছি, 
কাছে দেখতে তাকে চাইনি।

বাতাস কে সকলে মোরা অনুভব করি, 
দু চোঁখে মোদের অদৃশ্য।
সৃষ্টি কর্তা ঈশ্বর, আল্লাহ, ও ভগবান, আমাদের চোঁখে নিরাকার, 
তবুও সকলে মোরা তার শিষ্য।

পূজা, প্রার্থনা ও নামাজ যাই করি মোরা, 
আগে করি মন শুদ্ধ।
ছিলাম শিশু, হলাম বড়ো, 
একদিন সকলেই হবো বৃদ্ধ।

মানুষকেই যদি পর ভাবো তোমরা, 
কাকে করবে বলো আপন।
মোরা একই বিশ্ব ভূমির খাদ্য, শস্য,খেয়ে বেড়েছি সকলে, 
নব বয়সে করেছি পদার্পণ।

এই বিশ্ব ভূমির ফসল মোদের আহার, 
ধন দৌলত নয়গো খাবার।

সবুজ ফসল ফলাইবো মোরা, 
চিরো সবুজ হউক সকলের মন।
সবুজ ফসল মাটিতে ফলুক অনন্ত কালীন বার, 
আমরা চাইবো এইরকম বেঁচে থাকার ধন।








Post a Comment

0 Comments

Close Menu