Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

কবি | কুণাল রায় | কবিতা

কবি
কুণাল রায়

বিধাতার নির্দেশে নেমে এলে তুমি,
এই বিশ্বমাঝে,
প্রাণের মাঝে,
আপন সৃষ্টির মহিমা,
বিস্তার করলে তুমি।
সেই তুমি কবি।
এক কাব্যিক রসে সিক্ত তোমার বিরল অস্তিত্ব,
এক রূপকার তুমি,
এক স্বপ্ন যা প্রকৃত বাস্তব কে সরিয়ে রেখেছে
বহু দূরে!

কঠোর বাস্তব ও তোমার কল্পনাকে 
বারবার মিশিয়েছো তুমি,
অগ্রাহ্য করেছ আমার উপস্থিতি।
তবুও এক উষ্ণ পরশের কামনায়,
অপেক্ষায় রত আমি,
অনুপ্রেরণা নই,
নই তোমার সমব্যথী,
নই তোমার পথের পথিক,
তবুও তোমার সৃষ্টি,
বারবার উদ্বুদ্ধ করেছে আমায়,
শয়নে, স্বপনে, দিবা কিংবা নিশিতে।

শুধু কবি তুমি নও,
মহাকবি যে তুমি,
ঋদ্ধ হোক এই কায়া,
ঋদ্ধ হোক এই চেতনা!
তোমার গভীর মননের অনাবিল আনন্দধারা
বইতে থাকে নিরন্তর এই ভুবনে,
সৃষ্টি করে এক সুখনীড়ের-
এই এক মাত্র অভিপ্রায়।






Post a Comment

0 Comments

Close Menu