রাখি
ইলোরা লাহিড়ী সান্যাল
ছোট্ট মিনুর সকাল থেকেই ভীষণ মজা আজ...
ভাইসোনাকে পরাবে রাখি, তাই করেছে সাজ...
স্নানটি সেরে হলুদ ফুলের রঙিন জামা পরে...
ভায়ের হাতে বাঁধবে রাখি অনেক যতন করে...
আপদ-বিপদ পালিয়ে যাবে এই রাখিটি দেখে ...
তাইতো মিনু সকাল থেকেই ঘুরছে হাসি মেখে...
ভায়ের হাতে পরিয়ে দিল রঙিন রাখি বোন...
এই বাঁধনেই কাটুক ওদের সারাটি জীবন...
আজকে মিনু অনেক বড়, দূর দেশেতে থাকে...
ভাইসোনাটিও আরেক দেশে,
পরাবে রাখি কাকে?...
ভিডিও কলে ভাইসোনাটি বললো
"রাখি কই?"...
বাড়ানো হাত বড্ড দূরে,ছোঁয়ার
সাধ্য নেই ...
0 Comments