Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রাখি বন্ধন | বীরেন্দ্র নাথ মহাপাত্র | কবিতা

রাখি বন্ধন
বীরেন্দ্র নাথ মহাপাত্র

এখন সম্পর্ক গুলো যেন একটা নড়বড়ে বাস
ভাইদের হাতে পরায়ে রাখী
বোনেরা মেলায় স্নেহ - প্রীতির দান,
বৎসরান্তে আসে দিনটি
ঐতিহ্যের বার্তাবাহক, রাখীবন্ধন  ।

শুভদিনে, শুভবার্তা বয়ে আনে 
আনন্দের শুভময় তিথি,
বোনেরা মঙ্গল দীপ হাতে নিয়ে
পরায়ে দেয় রঙ - বে রঙের রাখী।

সর্ব ধর্মের এক মিলন তীর্থ
এ - যে ভারত ভূমি,
মনের বাতাবরণে যোগসূত্র
এ - দিনের স্মৃতি হৃদয়ে মিলন ভূমি ।

পূর্ণ চন্দ্রের তিথি ক্ষণে 
প্রকাশিত জোছনা,
শুভ তিথি ক্ষণে,দূরীভূত মনে গ্লানি 
শান্তির বাতাবরণে নির্বাপিত লাঞ্ছনা ।

সবার উপরে মোদের এ - দেশ 
আশা - আকাঙ্ক্ষায় ভরপুর,
নিয়ম রীতির বন্ধনে উবে দ্বেষ
ভাই বোন প্রীতি নিয়ে চলে সুদূর ।

বিশ্ব কবির ভাবনার সোপান
তা - সর্ব জাতির অটুট বন্ধন,
চিরকাল থাকুক এ - অক্ষয় কীর্তির মান 
ঐক্যের ইতিহাসে বাড়ুক দেশের সন্মান ।






Post a Comment

0 Comments

Close Menu