Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রাখি বন্ধন | তপন মাইতি | কবিতা

রাখি বন্ধন
তপন মাইতি

আজকাল সম্পর্কগুলো বড় ঠুনকো 
বন্ধন মানে শুধু বাধা বা প্রাচীর নয় 
হৃদয় সুতো দিয়ে বন্ধন করতে পারলে জীবনের রক্ষাকবজ 
'কত কষ্ট করে মানুষ করলাম,বড় হয়ে কী আর আমাদের দেখবি?'
বলতে বলতে মা চলে গেলেন 
বৃদ্ধাশ্রমে বাবাটি কিচ্ছুটি বলে না আর শুধু তাকিয়ে থাকে উদাস 
পরের ঘরের মেয়ে মুখের উপর বলে দিয়েছে 
'ওসব গাধার বোঝা টানতে পারব না...'
ঠাকমা বলতেন বংশের বড় তো অনেক ঝড় আসবে 
মনে রাখিস 'কানা ভাই ভাগের ঠাকুর...'
রামায়ণে যে অণুজ লক্ষ্মণভাই দেখাই যায় না 
কল্বি যুগে ভাইদের পরকিয়া বৌদি প্রীতি 
আজ ভৌগলিক মানচিত্রটাকে নিখুঁত ভাবে খুলে দেখলাম 
অখণ্ড ভারতবর্ষের বিস্তার কতটা ছিল?
আর ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে 'রাখি বন্ধন' ভাবিয়েছিল 
'সকল মানুষের রক্তের রঙ লাল 
পৃথিবীর একই হাওয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে 
একই পৃথিবীতে উৎপন্ন খাদ্য খেয়ে বেঁচে থাকে 
একই সমাজের মধ্যে মালার মত গেঁথে গেঁথে থাকি...
আমাদের মধ্যে কোন বিভেদ নেই...
আমরা সকলে জাতিতে মানুষ...'
আমাদের বেদ উপনিষদ সনাতন মহাভারতে আছে 
ক্রমে ক্রমে গ্রহ উপগ্রহে মানুষ কৃতি-সেতু বন্ধন করছে 
নারী পুরুষ কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সব বৈষম্য ভুলে 
রাখি বন্ধন উৎসব উদযাপন করলে 
হয়ত পৃথিবীর বুকে অত্যাধুনিকতার নজির হত 
পৃথিবী জানত আমাদের মধ্যে সম্পর্ক অটুট। 






Post a Comment

0 Comments

Close Menu