Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

স্মৃতির পাতায় ২৬ শে জুলাই -কার্গিল বিজয় দিবস | মৌমিতা বেরা পাত্র | কবিতা | কার্গিল বিজয় দিবস

স্মৃতির পাতায় ২৬ শে জুলাই -কার্গিল বিজয় দিবস
মৌমিতা বেরা পাত্র

কার্গিল বিজয় দিবস, একটি গর্বের দিন,
একটি পবিত্র স্মৃতি, যা চিরকাল বেচেঁ থাকবে মানুষের হৃদয়ে ,
এই দিনে, একটি দুর্দান্ত বিজয়,
আমাদের প্রিয় ভূমির ইতিহাসে খোদাই করা হয়েছিল।

যেখানে বীরত্ব ও সাহস চিরকাল কথা বলে,
বিপদ মোকাবিলা করা, মানুষের ডাকে সাড়া দেওয়া,
মিশ্রিত সংকল্প এবং অদম্য শক্তি,
সেই মহান বীর মানুষেরা অন্ধকারকে আলিঙ্গন করেছিলেন , আলোকে নিরাপদ করতে।

প্রতিটি পদক্ষেপে, তাঁরা একটি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন ,
নির্ভীক সৈন্য,সাহসী মনোভাব ,
প্রতিটি নিঃশ্বাসের সাথে, তাঁরা এত প্রচণ্ড লড়াই করেছিলেন ,
তাঁদের সংকল্প প্রতিনিয়ত স্পন্দিত।

পাথুরে ভূখণ্ড এবং বিশাল উচ্চতার মধ্য দিয়ে,
তাঁরা সবার দৃষ্টিভঙ্গি ভেদ করে অগ্রসর হয়েছিলেন ,
স্বর্গীয় মানুষদের মতো শিখর জয় করা,
উপত্যকা এবং কঠিন পথ এ তাদের সাহসিকতার প্রতিধ্বনি বেজে উঠেছিল ।

সেদিন, যখন সূর্য উজ্জ্বল হয়ে উঠেছিলো ,
তাঁরা ভয় এর সীমানা পেরিয়ে , নিরলস লড়াইয়ে,
অন্ধকার দূর করে, তাঁরা বিজয়ী হয়ে উঠল,
তাঁদের অটল চেতনা, চির উজ্জ্বল।

কার্গিল বিজয় দিবসে আমরা সেই সাহসী বীর দের প্রতি সম্মান জানাই,
তাদের আত্মত্যাগের জন্য, তাঁদের জীবন তাঁরা দিয়েছেন ,
তাঁদের বীরত্ব এবং উৎসর্গ, আমরা কখনই ভুলব না,
তাঁদের সাহসের জন্য, আমরা চিরকাল তাঁদের কাছে ঋণী।

আজ এই বিশেষ দিনটি,আমরা কৃতজ্ঞতা এবং গর্বের সাথে স্মরণ করি,
যারা লড়াই করেছে দেশের জন্যে ,
তাদের বীরত্ব আমাদের অনুপ্রাণিত করুক, সাহসী হতে,
কঠিন পরিস্থিতি তে সব কিছুর সাথে মোকাবিলা করে বিজয়ী হতে , 
একটি সৎ,নির্ভীক মনোভাব  কে সঙ্গে নিয়ে বাঁচতে ।

কার্গিল বিজয় দিবসে, যেমন দিন টি আমরা মনে রাখি,
তেমনি অভিবাদন জানাই এই বীরদের, যাদের বীরত্ব,
চিরকাল জ্বলবে আমাদের কৃতজ্ঞ হৃদয়ে,
তাদের এই কথা বেঁচে থাকবে সবার মন এর মনিকোঠায় ।

তাই, দিন টিকে ভালবাসা এবং করুণার সাথে স্মরণ করি ,
এই দিনে, আমাদের দেশের বীর মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই ,
তাদের আত্মা বেঁচে থাকুক , প্রতিটি ভারতীয় মানুষের আত্মায়,
কার্গিল বিজয় দিবস, একটি বিজয়... চিরকালের জন্য, 
রয়ে থাকুক এই চিরস্মরণীয় দিন,স্মৃতির পাতায়।








Post a Comment

1 Comments

  1. চমৎকার লেখা বিরত্ব গাথা।

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu