Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ছাব্বিশে কার্গিল | শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায় | কবিতা | কার্গিল বিজয় দিবস

ছাব্বিশে কার্গিল
শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়

১৯৯৯- এর দু মাস কার্গিল পাহাড়ে
সর্বনাশী যুদ্ধে কত প্রাণ গেল আহা রে!
'অপারেশন বদ্রি' সাথে 'অপারেশন বিজয় '
রক্তক্ষয়ী লড়ে ভাঙল কত মায়ের হৃদয়!
এপার ওপার সবই তাঁহার _ করুণাময়ের সৃষ্টি।
ভগবান,কি আল্লাহ্ _ তাঁর সমান মাপের দৃষ্টি।
ভাই ভাইয়ের রক্ত ঝরায়,বৃথাই সকল শিক্ষা;
লোভ লালসার তাগিদ থেকেই হরণ কিম্বা ভিক্ষা।
সেদিন ছিল ছাব্বিশ,কার্গিল চূড়ায়
উড়েছিল তিরঙ্গা,তা আজও বক্ষ জুড়ায়।
বিজয় দিবস শ্রদ্ধা জানায় শহীদ সবার তরে_
হানাহানি স্থগিত হোক ,এই অনুনয় করে।
অভিজ্ঞতার আলোয় তেজী সেনানী আজ যাঁরা
আরও কঠোর সাধন ব্রতে সামিল, বীরেশ তাঁরা।
স্বদেশ নিয়েই গর্ব করি; বিশ্ববাসীর প্রতি
শুভার্থী হয়ে তিরঙ্গাটির রক্ষি ঊর্ধ গতি।।








Post a Comment

1 Comments

  1. শ্রদ্ধা রইলো। ভালো লাগলো

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu