Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

রাখি বন্ধন | ভুবনেশ্বর মন্ডল | কবিতা

রাখি বন্ধন
ভুবনেশ্বর মন্ডল

এখন সম্পর্ক গুলো যেন একটা নড়বড়ে বাস
রাস্তাগুলো এবড়ো খেবড়ো
বাসটা চলছে ঠিকই কিন্তু এদিক ওদিক কাত মারছে
যেকোনো সময় উল্টে যেতে পারে খাদে পড়তে পারে
এভাবে বেঁচে থাকায় আমরা কমবেশি অভ্যস্ত
স্কুলের মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে বৃত্ত আঁকেন
ছাত্র -ছাত্রীরাও কি সুন্দর বৃত্ত আঁকেন
আমরা সবাই বৃত্ত আঁকছি
না না আঁকছি না বৃত্ত গড়ছি বৃত্তের সংসারে
আমাদের চারপাশে এখন চিনের প্রাচীর
সেটা চাঁদ থেকেও দেখা যায়
এই যে  বিক্রম চাঁদে গেল ও নিশ্চয়ই দেখছে প্রাচীর টাকে
এজন্য মহাভারতের পাতা থেকে দ্রৌপদীকে ডাকি
কৃষ্ণের রক্তাক্ত  হাতে শাড়ির ছেঁড়া টুকরো বাঁধার জন্য
কিংবদন্তি থেকে  আসে রোজানা  আলেকজান্ডারের বউ
পুরুর হাতে রাখি বেঁধে স্বামীর নিরাপত্তা নিশ্চিত করতে
একটা সুতো বা কাপড়ের এত শক্তি যে বলি রাজাও
বিষ্ণু কে ফিরিয়ে দিন বৈকুন্ঠে
একটা সুতোর শক্তিতে গোটা বাংলা হারমোনিয়াম বাজিয়ে গান ধরে-"বাংলার মাটি বাংলার জল "






Post a Comment

0 Comments

Close Menu