Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

এসো গড়ি নতুন দেশ | লালন চাঁদ | কবিতা

এসো গড়ি নতুন দেশ
লালন চাঁদ

পথের বাঁকে পথের দেখা
তবু পথ ছেড়ে আসি
জীবন মৃত্যু আমাদের জীবনের পাশাপাশি।।

এসো রাখি বাঁধি
রাখি পরাই
দুহাতে তুলে রাখি সম্পর্কের বাঁধন।।

তবু সব বাঁধনের কথা হয় না বলা
কিছু কথা থেকে যায় 
বুকের ভেতর রাখি বুক যেনো একই বৃন্তে দুটি মুখ।।

এসো বিভেদের আগুন নেভাই
যে আগুন পোড়ায় সম্পর্ক
সে দেশ থেকে হিংসা ও ঘৃণা চিরতরে মুছে দিই।।

এসো গড়ি নতুন দেশ
রাখি পরিয়ে গড়ি চির শান্তির এক মহতী পরিবেশ।।





Post a Comment

0 Comments

Close Menu