মুক্তির আশ্বাস
কুণাল রায়
প্রতি নিশিতে,
শয়ন কক্ষে,
নিমতেজ আলোয়ে,
অশ্রুসিক্ত এই নয়ন দুখানি,
তখন কেবল তোমার অষ্টনামই-
একমাত্র আশ্রয় করি!
তোমার কৌশিকি রূপের,
স্মরণ করে-
প্রার্থনা করি মুক্তির,
যার দ্বার উন্মোচিত হবে,
তোমার করুণার বর্ষায়!
কিন্তু তুমি নীরব,
এক অমলিন হাসি ঠোঁটের কোনে,
এক অভেদ্য রহস্য,
যা জাগায় এক শিহরণ,
এক কৌতুহল,
হৃদয়ের মাঝে!
ইচ্ছা পূরণকারী স্বর্ণ জবা,
শোভা পায় তোমার গগনচুম্বী মুকুটে!
কিন্ত-
হে মহামায়া,
হে কল্যাণী,
মুক্তি হবে কবে আমার,
তোমার রাঙা চরণতলে!
না কি-
ভিন্ন অভিপ্রায় তোমার?
একাকিত্বের এই ভয়াল আঁধার,
মুক্তি কোথায়?
তবু এই প্রার্থনা,
যেন বিলীন হতে পারি,
তোমারই পবিত্র কায়ায়ে,
সমাপন ঘটবে যেখানে-
সকল গ্লানির,
সকল যন্ত্রণার,
সকল মায়ার!!
0 Comments