Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

সত্য মিথ্যা | কুণাল রায়

সত্য মিথ্যা
কুণাল রায়

কোন এক সময়,
সত্য মিথ্যা বাস করত এক গ্রামে,
এক দিন দেখা হল দুজনের,
কথাও হল নানা ধরনের।

মিথ্যের অংহকারে
সত্য উপহাস করল -
তবু দম্ভ যে অক্ষুণ্ন! 
সত্য মিথ্যার এই যুদ্ধের মাঝে,
ডাক পড়ল এক গ্রাম থেকে,
ছুটলো তারা সেদিক পানে!

হঠাৎ দেখা পেল এক কুয়োর,
সত্য মিথ্যা দুজনেই -
নগ্ন হয়ে নামল জলে,
মুছে গেল ক্লান্তি সকল! 
হঠাৎ মিথ্যা উঠে পড়ল,
সত্যের জামা পরে দিল ছুট,
ছুটছে সত্য পেছনে,
কিন্তু পেল না নাগাল তার!

চারিদিকে হাহাকার,
সত্য লজ্জায় অপমানে 
লুকিয়েছে মুখ,
আশ্রয় নিয়েছে সেই জলাশয়! 

জয়জয়কার মিথ্যার,
সত্যের আবরণে -
শ্রেষ্ঠ সে আজ! 
মিথ্যা আজ সিংহাসনে -
সত্য আজ নগ্ন,
দিশাহারা -
মিথ্যের দাস! 

জানিনা মিথ্যের এই আড়ম্বর
রইবে কতদিন?
সত্যের সূর্য উঠবে -
না রয়ে যাবে আঁধারের 
আড়ালে চিরদিন!!




Post a Comment

1 Comments

  1. ✍️চিরাচরিত সত্য,মিথ্যের কাহিনীটি বাঁধা পড়েছে ছন্দোবদ্ধ কাব্যে।বেশ ভালো লাগল।🌹

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu