কবিতা মোর
আবুল হাসেম
কবিতা মোর রক্তে মিশে
কবিতা মোর ভাবনা আকাশ।।
কবিতার ভাষা যাক উড়ে সব
লিপ্ত হোক সব মুক্ত বাতাস।।
কবিতা হোক প্রতিবাদী অস্ত্র
যাক ভেদে হৃদয় ছুঁয়ে।।
কবিতা হোক সত্য খাঁটি
কবিতা যাক অশুভ ধুঁয়ে।।
কবিতা মাঝে প্রেরণা আছে
কবিতা মাঝে সৃষ্টি গোপন।।
কবিতা মোর বাঁচার রসদ
কবিতা মোর তীব্র আপন।।
কবিতার হোক তীব্র ধার
অশুভ সব হোক খানখান।।
কবিতা সকল দুঃখ মুছে
কবিতার মাঝে লুকিয়ে প্রাণ।।
কবিতার মাঝে শক্তি অসীম
প্রতিবাদের যোগ্য ভাষা।।
কবিতার মাঝে ভাবনা জাগে
কবিতা মাঝে লুকিয়ে আশা।।
2 Comments
✍️ কবিতা দিবসের কবিতাটি আজকের দিনটি স্মরণীয় রাখুক।
ReplyDeleteধন্যবাদ।
🙏
ধন্যবাদ
Delete