বীরেশ্বর বন্দনা
কুণাল রায়
জন্মনিলে দশরথের ঘরে,
দীক্ষিত হলে বীজমন্ত্রে,
একে একে নিধন করলে সকলে,
ধর্মের প্রতীক যাঁরা ছিল!
বিবাহ বন্ধনে সুখী হলে
বন মাঝারে!
কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায়
ছিন্ন হল বন্ধন,
প্রতিষ্ঠিত হল তোমার অনন্য বিভূতি!!
কর্ম পরিশেষে ফিরে গেলে আপন ধামে -
বৈকুণ্ঠপতি হয়ে!!
আজ তোমার মহিমার সরল প্রকাশ,
অযোধ্যার মন্দির
প্রাণকেন্দ্র তোমার,
কোটি কোটি ভক্ত তোমার দ্বারে
জ্বলছে প্রদীপ,
বাজ্জে কাসর,
মন্ত্র উচ্চারণ -
উদ্ভাসিত এই ভূবন!
আজ এই শুভলগ্নে,
জয়জয়কার তোমার,
সেই শুক্লপক্ষের
নবম তিথি!
সকল গ্রহ ছিল
তুঙ্গ ঘরে যখন!
পবিত্র রবি কিরণে
তিলক আঁকা হল
তোমার ললাটে
সেই রামলালা তুমি,
পাঁচ বছরের ছোট্ট বালক!
ত্রেতার অধিপতি,
বর্তমানের পথ প্রদর্শক,
ভবিষ্যতের অনুপ্রেরণা!!
1 Comments
জয় শ্রী রাম
ReplyDelete