Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রবিবাবু | আবুল হাসেম | কবিতা

রবিবাবু
আবুল হাসেম

নৌকা এখন স্মৃতির পাতায় উপেন ও আজ বড্ড বুড়ো।। বাপুরাম ও হারিয়ে গেছে শান্ত এখন মানিক খুঁড়ো।। সুধা এখন নীরব চোখে শুধু অমল অমল করে।। শালিক পাখি আর উড়েনা বসে কি আর মাটির ঘরে?? দস্যি ছেলে ক্লান্ত এখন হয়তো আর আসেনা ঘাটে।। সূর্যি মামা অপেক্ষাতে উপেন কৃষক মাঠে।। বলাই এখন সব ভুলেছে ফটিক মৃত্যু কোলে।। তোতা পাখির বড্ড কথা খাঁচার ভিতর দোলে।। মিনিও আজ হয়েছে বড়ো রহমতের হাতে লাঠি।। শুক্রবারে হাট বসেনা বন্ধ দোকান পাটি।। কুমোর পাড়ার গরুর গাড়ি হাঁটুর নিচে জল।। কাশফুলে আজ আকাশ ঢাকে হারিয়ে গেছে তল।। সুভা ও আজ বড্ড একা বলাই মনের সুখে।। বন্দী শিশু মুক্ত হতে কাঁদছে আপন দুঃখে।।




Post a Comment

0 Comments

Close Menu