Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

জীবনানন্দ দাস | বিশেষ সংখ্যার জন্য লেখা আহব্বান

লেখা জমা দেওয়ার অবশিষ্ট সময়


নীরব আলো বিশেষ ইভেন্ট

আগামী ২২শে অক্টোবর কবিরাজ জীবনানন্দ দাশের তিরোধান উপলক্ষ্যে নীরব আলো প্রকাশনের পক্ষ থেকে একটি বিশেষ জীবনানন্দ সংখ্যা প্রকাশ করা হবে। সুনির্বাচিত লেখাগুলি বই আকারে প্রকাশ পাবে অনুষ্ঠানের মাধ্যমে এবং সেখানেই মনোনীত লেখকদের সৌজন্য সংখ্যা হিসেবে হাতে তুলে দেওয়া হবে। কোনোরকম শুভেচ্ছামূল্য অপ্রয়োজনীয়।

***সম্পূর্ণ নোটিশটি পড়ে তবেই লেখা পাঠাবেন। সবকিছুই বিস্তারিতভাবে এই নোটিশেই দেওয়া আছে।***

** লেখা পাঠানোর শেষ দিন ৩০শে জুলাই (রাত ১২টা)

* বিষয়- জীবনানন্দ দাশ: এক অনন্য জীবন 


 •  বিভাগসমূহঃ-
১. কবিতা (অনধিক ২৪ পঙক্তি)
২. প্রবন্ধ (অনধিক ৮০০-১০০০ শব্দ)


•• লেখা পাঠানোর নিয়মাবলিঃ- 
১. লেখা মেইল বডিতে (শুধুমাত্র বাংলায়) টাইপ করে অথবা ডক ফাইলে পাঠাবেন। 
২. একজন একটি বিভাগেই কেবল লেখা পাঠাতে পারেন।
৩. নির্দিষ্ট বিভাগ এবং "বিশেষ ইভেন্ট" কথাটি অবশ্যই উল্লেখ করবেন। কোন উদ্দেশ্যে লেখা পাঠিয়েছেন বুঝতে না পারলে তা গৃহীত হবে না।
৪. সৃষ্টিকর্মের মৌলিকতা থাকা বাধ্যতামূলক। 
৫. শব্দসংখ্যা অতিক্রম না করার অনুরোধ রইল।
৬. বিষয় ব্যতীত অন্য লেখা গৃহীত হবে না।


••• লেখা পাঠানোর ঠিকানাঃ-
Email - nirobaaloprakashan@gmail.com


 বিঃ দ্রঃ-
 ১. লেখার সঙ্গে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর এবং ঠিকানা দেবেন। যদি মেম্বারশিপ আইডি নম্বর নিয়ে থাকেন অবশ্যই উল্লেখ করবেন।
 ২. সৃষ্টিকর্ম নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
 ৩. মনোনীত না হওয়া লেখাগুলো অক্টোবর মাসিক সংখ্যায় প্রকাশিত হবে।

 
◾️যোগাযোগ- 
(১) 62919 48197
(২) 8276808358




Post a Comment

0 Comments

Close Menu