Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

প্রভু | কুণাল রায়

    
অনন্ত নীল সমুদ্র,
অসংখ্য ঢেউ স্পর্শ করছে সৈকতকে,
চোখের পলকে রূপান্তরিত হচ্ছে কোটি কোটি বারি বিন্দুতে,
আর তুমি নাথ,
দেখছ সেই অপূর্ব দৃশ্য,
যা তোমারই লীলার এক অংশ মাত্ৰ!

তোমার মন্দির এক পবিত্র স্থান-
তাঁর সুদর্শন প্রদান করছে সুরক্ষা,
এই মর্তবাসীকে সর্বক্ষণ!
তোমার কৃপা বর্ষিত হচ্ছে নিরন্তর!
তবুও এই মর্তবাসী-
কেন যন্ত্রণায় কাতর প্ৰভু?
তোমার পাদপদ্মে অসংখ্য মানুষের সমর্পণ,
তবুও কেন খণ্ডিত হচ্ছে না তাদের কর্মফল?
কেন দগ্ধ হচ্ছে প্রতিক্ষণ?
কেন অশ্রুসিক্ত নয়নে এক আকুল আবেদন?
নেই কি কোন উত্তর প্রভু?
তুমিই তো স্রষ্টা,
তুমিই তো বিশ্বপালক,
তবু-
তুমিও কি অপারগ!

আজ এক শুভক্ষণ,
অনাবিল ভক্তিস্রোতে তৃপ্ত তুমি আজ!
তোমার আশীষ এক অমৃতসম পাত্র-
তাই দর্শন দাও তোমার স্বগুণ রূপে,
মোক্ষ প্রদান কর মোদের,
ধন্য হোক এই পবিত্র ধরাধাম !!

Post a Comment

0 Comments

Close Menu