Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

ফুলকি | আবুল হাসেম

রাগের আগুন জ্বলছে সদা একটা ফুলকি পড়ুক ঘাসে।। অত্যাচারীর খুলবো মুখোশ নোংড়া নীতির ঊর্ধ্বশ্বাসে।। হোক প্রতিবাদ মনন থেকে ক্লান্তি আগুন জমে শরীর।। দেহের বিনাশ হোক না সদা নত হবেনা উচ্চ শির।। চোখের ঠুলি সরিয়ে দে না অস্ত্র হাতে কর না বিনাশ।। আইন থাকুক অন্ধকারে অসুরের গলায় দে না ফাঁস । এখনো তোর রক্ত শীতল উষ্ণ আঁচে সেঁক দিয়ে নে।। অসুর আজও ঘুরছে সদা কি করে সে ছাড় পায় যে। ওই অত্যাচারী নরপিচাশ মনে তোদের হয়না ভয়?? খুলবো মুখোশ অত্যাচারীর আপন কর্মেই হবে যে জয়।। শপথ নিলাম সবাই মিলে তোদের রক্তে খেলবো হোলি। ফিরবো তবে স্বাধীন বেশে অত্যাচারের জলাঞ্জলি।।

Post a Comment

0 Comments

Close Menu