Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

তুমি আবদার করেছিলে | কুণাল রায়

    
তুমি আবদার  করেছিলে ভালবাসার,
আমি বেসেছিলাম ভালো তোমায়,
কিন্তু আমি  যখন করলাম আবদার,
তুমি চলে গেলে! 
না জানিয়ে,
না কোনো সংকেত দিয়ে,
নিস্তব্ধ -
নীরবে।
কেটে গেছে বহু বছর,
অতিবাহিত হয়েছে বহু রজনী,
নিশকলঙ্ক অভিপ্রায় তবু বর্তমান,
কামনার বিন্দু পেতে চায় আলিঙ্গনে!
আত্মপ্রবঞ্চনা বোধহয় একেই বলে।
প্রেমের নেই কোনো পরিভাষা
নেই কোনো দিগন্ত
সর্বগ্রাসী আগুন -
দগ্ধ আমি আজও!

Leave a Review:










Reviews:

Post a Comment

0 Comments

Close Menu