Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

উষ্ণতা | কুণাল রায়

    
মেঘাবৃত আকাশে
ধরল ফাটল,
এক ফোঁটা বৃষ্টি 
নেমে এল ধরায়,
চোখের পলকে
ঝিরি ঝিরি শীতলতা,
জাগায়ে এক দহন
কামনায় দগ্ধ এই মন।
হঠাৎ -
দৃষ্টি দর্শন করে
এক ছাতিম,
দুই আত্মা
একই সুরে বাঁধা।
এ যেন এক -
অনন্য গাঁথা।
এক ছোট্ট কথা: 
ভালবাসি তোমায়।
উষ্ণতার এক স্পর্শ,
নেই কোন যন্ত্রণা,
নেই কোন ক্ষোভ,
নেই কোন অভিযোগ,
তুমি যে আজও কাছে আমার -
বড় ভালবাসি তোমায়,
আবদার করেছিলে 
তুমি যে আমায়!!

Leave a Review:










Reviews:

Post a Comment

0 Comments

Close Menu