ওই শোনা যায়, ধর্মের অট্টহাসির শব্দ ...
দুই দলের খেলায় আবার মানুষ হচ্ছে জব্দ।
মানুষে মানুষে হানাহানি, আর সেই চিরস্থায়ী দ্বন্দ্ব।
ধর্ম আজও সেই সাম্প্রদায়িকতার মুখ্য প্রতিবন্ধ॥
ধর্ম আর রাজনীতির সেই পুরাতন ঘৃণ্য সন্ধি,
মানবিকতা হয় যেখানে নিঃশব্দে বন্দি।
ধর্মের নামে মানুষ খুনের চরম নির্মম সত্য
আজও যেন সেই রক্ত ঝড়ানো ইতিহাস অনবদ্য।
ইতিহাস আজ আবার জেগেছে নৃশংসতার ছোঁয়ায়......
মানবিকতা ঢাকছে আবার ধর্মের অন্ধ মায়ায়॥
শিল্পী মণ্ডল ©
0 Comments