তোর জন্য স্বপ্ন দেখি নয়ন ঠুলি উঠিয়ে তাই-
বিশ্বজগৎ কাঁপিয়ে দিয়ে বলবো শুধু তোকেই চাই।
লিখে দেখো চলার পথে জানবে প্রতি ধূলিকণা,
আমি আপন পথভুলা যে, হতে পারিস তুই আনমনা।
ফিরিয়ে নিয়ে আসবো আমি স্বর্গ পথেও দেবো পাড়ি।
ভাঙ্গবো আমি হাজার দুয়ার স্বর্গ পথে ওই যে তারই।
দত্যি-দানব এক হয়েছে কেড়ে নিতে আমার গতি,
আমার অহং গতির ধারায় দেখবো তাদের পরিণতি।
শুকনো কাঠেও ধরবে যে ওই পুষ্পশাখার হাজার শাখি;
আজও আমি বিশ্বমাঝে তোকে নিয়েই স্বপ্ন আঁকি॥
বিশ্বজগৎ কাঁপিয়ে দিয়ে বলবো শুধু তোকেই চাই।
লিখে দেখো চলার পথে জানবে প্রতি ধূলিকণা,
আমি আপন পথভুলা যে, হতে পারিস তুই আনমনা।
ফিরিয়ে নিয়ে আসবো আমি স্বর্গ পথেও দেবো পাড়ি।
ভাঙ্গবো আমি হাজার দুয়ার স্বর্গ পথে ওই যে তারই।
দত্যি-দানব এক হয়েছে কেড়ে নিতে আমার গতি,
আমার অহং গতির ধারায় দেখবো তাদের পরিণতি।
শুকনো কাঠেও ধরবে যে ওই পুষ্পশাখার হাজার শাখি;
আজও আমি বিশ্বমাঝে তোকে নিয়েই স্বপ্ন আঁকি॥
© বিউটি ঘোষ ©
0 Comments