Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

" জীবনপণ " - আবুল হাসেম


ভাবনাশক্তির প্রখরতাই আমি দর্শন পেয়েছি সেই জগৎ,
যা সবার দৃষ্টির অগোচর।
কল্পনাময় জগৎ থেকে তাকে বাস্তবে টেনে আনবোই আপন শক্তিতে।
মানব মনের পশুত্বকে বশ করবো আপন ভাবনা শক্তির তীব্র প্রভাবে।
নবজাতকের অবতারে প্রবেশ করাবো আপন চিন্তন শক্তি।
মানবের অন্তরে লিপিবদ্ধ করবো আপন ভাষা। 
তাদের মুখের ভাষাই আমার প্রাপ্তি
দেবে গতি আপন পথের ধারায়।
সেই ভাবনাতেই জাগ্রত চিত্তে রয়েছি সদা।


                                                © আবুল  হাসেম ©

Post a Comment

0 Comments

Close Menu