Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"আশীর্বাদী" - সুফি রায়





— তোমার আমাকে কিছু বোঝাতে হবে না বৌদি। আমার স্বামীকে আমি চিনি। 
— কোনো মেয়ে নিজের সম্মানহানির কথা বানিয়ে বলে না শর্বরী। 
— আমার দাদা নেই বলে বেলেল্লাপানা করতে শুরু করে দিয়েছ?? ছি ছি!! কিনতু তোমার মত এমন কুহকিনী মেয়েমানুষ বললেই তো আর আমার এমন দেবতার মত স্বামীর চরিত্রে কলঙ্ক লেগে যাবে না!! 
— আমারই ভুল ছিল শর্বরী, ক্ষমা করো। পাপ তো জীবনে অনেক করেছি, তার শাস্তিই হয়ত পাচ্ছি। কিনতু জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, তবে আমার সমস্ত পুণ্য একত্র করে তোমাকে আশীর্বাদ করছি... তোমার ছেলেও যেন বড়ো হয়ে ওর বাবার মতো হয়।


                                                               
                                                    © সুফি রায় ©

Post a Comment

0 Comments

Close Menu