Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"কবিতার অপেক্ষায়" - রণবীর বন্দ্যোপাধ্যায়

তোমার সাথে যখন বলি একটুখানি কথা
কবিতা আসে, কোথা থেকে আসে ভাষাগুলো—
ভাষারাই শুধু জানে আমার ভাষার মানে,
কে যেন উঁকি দেয়, তোমারই মতো করে
মনে আচমকা, দমকা হাওয়া উত্তর কোণ
থেকে শিরশির করা পরশ আনে— কবিতার॥

এখন কার্তিকের হিমেল রাত—
তোমার উষ্ণতা কবিতায় স্পর্শ করে
আমার শরীর; অমাবস্যার আকাশ
সঙ্গী, কবিতা নিয়ে একা অন্ধকারে ;
এখন ঝিরঝিরে হাওয়া উত্তরের,
আর নিঃশব্দ শব্দের সপ্রেম উচ্চারণ—
সৃষ্টি কবিতার আমার অদ্ভূত নিস্তব্ধতায়,
অন্তহীন প্রতীক্ষার অবসান কবিতায়॥                                                                    
     © রণবীর বন্দ্যোপাধ্যায় ©

Post a Comment

0 Comments

Close Menu