রাজপুত্তুর, দূরের থেকেই দেখবি রাধিকাকে?
রাধিকা যে হৃদমাঝারে তোর সঙ্গেই থাকে।
আলতো করে আঙুল ছুঁবি আপাদমস্তক?
আমার পাতা লুকিয়ে দেখিস? তুই দুষ্টু লোক।
সোজা কথা হারিয়ে গেছে ধরেছি কবিতা ছুতো।
তোকে দেখে আগের মতোই ভীষণই আপ্লুত।
©
সঙ্ঘমিত্রা
প্রামাণিক চ্যাটার্জ্জী
©
0 Comments