Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

" দেওয়াল লিখন " - অভিষেক ঘোষ



হাত তুললে হাত,
পা তুললে পা,
ভুখা হরতালে মশলা মুড়ি
অথবা প্রচন্ড শীতে খালি গা।
অস্ফুট চীৎকারে হাততালি
বা স্তুতিগানের ফুলঝুরি,
দলে আছো খোকা..
তবেই না আমাদের মতো তুমি,
কাল ফাঁকা চেয়ারের উত্তরসূরি।
বা বা বেশ, যা বলছি শোনো...
নিয়ম, হ্যাঁ হ্যাঁ যেগুলো বলেছি,
মাথায় পেরেক মেরে ঢোকাও
শুধু সেগুলিই নিয়ম..
এই যে ক্ষুধার্ত তরুণ আমাদের অমুক দলে
অমুক গ্রুপে আছো তো,
হ্যাঁ হ্যাঁ মেনে চলো চলো....
তন্ত্র নামক যন্ত্রটা দিন দিন রূপসী হচ্ছে
বিভিন্ন নামে।
আসলে সত্যিটা হল জন ছাড়া দল মৃত।


                                                           
   © অভিষেক ঘোষ ©

Post a Comment

0 Comments

Close Menu