Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

" কবিতা " - অরুণোদয় ভট্টাচার্য


কারো স্মৃতি ম্লান ফুলে 
কারো কোন ফলকে— 
কারো কথা মন ভোলে 
দু চোখের পলকে ! 

তোমার সামনে আমি 
তবু তুমি কী উদাস! 
মেঘ-ছায়া ভাসে চোখে, 
কেন হোলে দেবদাস? 

সংগীতে ভরে মন, 
স্মৃতিপথ ধরে ধায়— 
কত সম্পর্কের 
ভাঙা-গড়া ছুঁয়ে যায় !


  © অরুণোদয় ভট্টাচার্য ©

Post a Comment

0 Comments

Close Menu