Ad Code

.
.
1 / 6

" খেলনাপাতি " - শিবাশিস মৌলিক


মন কি তোর খেলনাপাতি?
খেলবি শুধুই ভাঙাচোরার খেলা!
খেলনাবাটি নিয়েও তো
 স্বপ্ন দেখে মেয়েরা —
মা সেজে সংসার করার।

বয়স বাড়লে স্বপ্নে বদল হয়
বদলায় মানুষের মন!
প্রয়োজনে বদলায় সঙ্গীও।
তা বলে অকারণে?

তোর সঙ্গে খেলব ভাবি
অন্তহীন খেলা,
হার-জিতহীন খেলা।
তুই বারবার খেলা ঘেঁটে দিস
নষ্ট করিস সময়,
জেতার সুযোগ।

আমি হারলেই কি জিতিস তুই?
নাকি হেরে গিয়েই
মিলিত হই দুজনে।
পরাজিতের আসনে
আমি তুই একাকার।



                                           © শিবাশিস মৌলিক ©

Post a Comment

0 Comments

Close Menu