মধ্য রাতে ঘুম তাড়াতে
চায়ের কাপে চুমুক দিয়ে
পড়তে যখন বসি
সত্যি বলছি পড়াতে তখন
মন লাগতে আর কি আমি পারি ?
চোখের পাতা বেজায় ভার
বিরাট হাই তুলি তাই
এদিক-ওদিক খালি তাকাই
চোখ দু'খানি খুঁজে বেড়ায়
মা জানি কোথায় ?
বাবার ভয়ে জোরটি করে
পড়তে বসি অনিচ্ছাতে
মন যে টানে ঘুমের দেশে
কি করি এখন উপায় ?
পরীক্ষা যে দু'দিন বাদে
দিয়েছি ফাঁকি চরম ভাবে
বুঝছি এখন হাড়ে-হাড়ে
পড়েছি আমি ফাঁকির ফাঁদে
পালাবার পথ বন্ধ প্রায়
আর যে নেই কোনো উপায়
বাধ্য হয়ে লক্ষী মতো
পড়ছি তাই পড়া গুলো
ভাইটি আমার রাখছে নজর
দিলেই ফাঁকি করবে নালিশ
ভগবান জানেন কটা পাবে বালিশ ?
বেতখানা তাই রাখাই আছে
বাবার মাথার পাশখানিতে
ঠাকুর ঠাকুর উতরে গেলে
রক্ষে পাবো কোনো মতে
আর দেবো না ফাঁকি মা গো
পাশ করিয়ে দাও কোনো মতে
দেব প্যারা পূজোর থালায়
কথা দিলাম শেষ বেলায় ।
( স্বত্ব নিজস্ব )
© সানন্দা নন্দী
0 Comments