আমি মিশে গেছি......
অসময়ের বাঁধভাঙা বৃষ্টির শীতল মেজাজে,
সে আমায় গভীর শ্বাসে নিমেষের মধ্যে
বার বার জড়িয়ে ধরেছে আগন্তুক পথে,
শরীরগুলো সব লতিয়ে লতিয়ে পড়ছে I
ওরা যে ভালোবাসায় মিলনের কাঙাল!
তোমরা ওদের একটু ভালোবাসা দাও;
দেখবে ওরাও উজার করে সবটাই দেবে।
কিছু মানুষ-জন দেখি সবুজ মাঠে-ঘাটে
ওদের সাথে জড়াজড়ি করছে তৃষ্ণায়।
আর আমি কিছুক্ষণ আদর করার পর
লুকোতে চেয়েছিলাম কারোর বারান্দায়..
কিন্তু তখনও দেখি আমায় জড়িয়ে রেখেছে,
দুজনের মিলনের নতুনে মেশানো উষ্ণতা
মাটিতে ঝরছে বাসন্তিকের নব আবেগে।
তারপর আবার অনেকটা... সময় মিশেছি।
অসময়ের বাঁধভাঙা বৃষ্টির শীতল মেজাজে,
সে আমায় গভীর শ্বাসে নিমেষের মধ্যে
বার বার জড়িয়ে ধরেছে আগন্তুক পথে,
শরীরগুলো সব লতিয়ে লতিয়ে পড়ছে I
ওরা যে ভালোবাসায় মিলনের কাঙাল!
তোমরা ওদের একটু ভালোবাসা দাও;
দেখবে ওরাও উজার করে সবটাই দেবে।
কিছু মানুষ-জন দেখি সবুজ মাঠে-ঘাটে
ওদের সাথে জড়াজড়ি করছে তৃষ্ণায়।
আর আমি কিছুক্ষণ আদর করার পর
লুকোতে চেয়েছিলাম কারোর বারান্দায়..
কিন্তু তখনও দেখি আমায় জড়িয়ে রেখেছে,
দুজনের মিলনের নতুনে মেশানো উষ্ণতা
মাটিতে ঝরছে বাসন্তিকের নব আবেগে।
তারপর আবার অনেকটা... সময় মিশেছি।
© ধ্রুব বিকাশ মাইতি ©
0 Comments