Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

" মানিকবাবু " ~ জয়ন্ত চট্টোপাধ্যায়

 

তিনি হেঁটে যাচ্ছেন কাশফুলে ঢাকা রেললাইনের ধার দিয়ে।
সন্ধিৎসুচোখ, ছ-ফুট পাঁচ ইঞ্চির দীর্ঘদেহ-
শরতের শুভ্র আকাশ নেমেছে টলটলে নদীজলে,
পথের পাঁচালীর নিখুঁত চিত্রকলা ফুটেছে সবুজ ধানখেতে।

কাগজে ফুটে উঠছে অনবদ্য ছবি
ফেলুদা, তোপসে, জটায়ু, প্রফেসর শঙ্কু,
বঙ্কুবাবু, গুপী-বাঘা, বিপিন চৌধুরী......
কালির আঁচড়ে ফুটে উঠছে অনবদ্য সৃজন
মুক্ত আলোর অপূর্ব দৃশ্যময়তায়।

ক্যামেরার লেন্স, ফোকাস দূরত্ব, নিখুঁত সেট লাইট, ক্যামেরা-টেক-রিটেক;
একটু একটু করে উজ্জ্বল কার্যসূচি শেষ হয় বিশ্ববন্দনার পূর্বশর্তে।

অজস্র কাহিনি, সিরিজ, রহস্য, বিজ্ঞান-কল্প অতীন্দ্রিয় অনুভব
কলমের জাদু ছোঁয়ায় যুগোত্তীর্ণ কিশোর সাহিত্য অনন্য রূপকথার ভুবনে
আনন্দ যাপন..... এসব তাঁর অনায়াসলব্ধ।

অজস্র সম্মাননা আর শ্রেষ্ঠ পুরস্কার
মানুষের ভালোবাসায় অমর তিনি সত্যজিৎ।


          ~ জয়ন্ত চট্টোপাধ্যায়
© Copyright Protected

Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu