Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"সত্যকে যিনি জয় করেছিলেন" ~ রীতা বসু

 

লিখতে বসেছি যাঁর কথা, নামটি জানো তাঁর, 
বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, বাঙালির  দ্বিতীয়  অহংকার। 
কি সৃষ্টি করে গেছেন তিনি গোটা জীবন জুড়ে, 
আমরা শুধু অবাক হয়ে দেখে গেছি মন ভরে। 
১৯৫৫ সালের অগাস্ট মাসে প্রথম ছবি "পথের পাঁচালী",
পরপর এলো 'অপরাজিত', 'জলসাঘর', 'অপুর  সংসার'-- কি সব ছবি। 
তারপর এল 'দেবী', 'তিনকন্যা', আর 'কাঞ্চনজঙ্ঘা',
'অভিযান', 'মহানগর' আর 'চারুলতা'।
কাপুরুষের সাথে মহাপুরুষও এলেন,
এলো গুপীর সাথে বাঘা, 
জীবনের শেষ প্রহরে এল 'শাখা প্রশাখা'।
মাঝে পেলাম 'অরণ্যের দিনরাত্রি', 'প্রতিদ্বন্দ্বী' আর 'সীমাবদ্ধ'। 
আরও আছে- 'সোনার কেল্লা', 'অশনিসংকেত' আর  'জনঅরণ্য', 
একটি হিন্দি ছবিও ছিল, 'শতরঞ্জ কে খিলাড়ী'। 
বিশ্বজগত ঘুরে ঘুরে পেলেন কত পুরস্কার, 
সবশেষে হসপিটালে শুয়ে দুহাত জোড় করে নিলেন  অস্কার।
ধন্য হলাম আমরা সবাই এই রত্নটিকে নিয়ে, 
তাই আজ সবাই জানাই প্রণাম তাঁর জন্ম শতবার্ষিকীতে।


          ~ রীতা বসু
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu