বিদ্রোহী কবি তুমি কাজী নজরুল ইসলাম,
তোমার জন্ম ভিটা হলো আসানসোলের চরুলিয়া গ্রাম !
ফকির আহমেদ ও জাহেদা খাতুনের তুমি ষষ্ঠ সন্তান ছিলে,
ছোটোবেলায় বাবা কে হারিয়ে সংসারের দায়িত্ব নিলে !
চা রুটির দোকানে রুটি বানানো কাজ নিলে,
যৌবন কালে সৈনিক হয়ে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ছিলে !
ভারত ও বাংলাদেশের বহু সম্মান পেয়েছো তোমার গুনে,
কবিগুরু চরম উল্লাসিত হয়েছিল তোমার গান শুনে !
১৯৬০ সালে তুমি পেলে পদ্মভূষণ পুরস্কার,
ডি লিট উপাধি দেয় তোমাকে বাংলাদেশ সরকার !
তোমার জন্ম ভিটা হলো আসানসোলের চরুলিয়া গ্রাম !
ফকির আহমেদ ও জাহেদা খাতুনের তুমি ষষ্ঠ সন্তান ছিলে,
ছোটোবেলায় বাবা কে হারিয়ে সংসারের দায়িত্ব নিলে !
চা রুটির দোকানে রুটি বানানো কাজ নিলে,
যৌবন কালে সৈনিক হয়ে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ছিলে !
ভারত ও বাংলাদেশের বহু সম্মান পেয়েছো তোমার গুনে,
কবিগুরু চরম উল্লাসিত হয়েছিল তোমার গান শুনে !
১৯৬০ সালে তুমি পেলে পদ্মভূষণ পুরস্কার,
ডি লিট উপাধি দেয় তোমাকে বাংলাদেশ সরকার !
~ অনাদি মুখার্জি
© Copyright Protected
1 Comments
Darun
ReplyDelete