তুমি পারবে ভালবাসতে?
ভালোবাসতে গেলে পাথর হতে হয়।
শত সহস্র তুফানের আঘাত খেয়েও
নিশ্চুপ, নিথর হয়ে দাঁড়িয়ে থাকতে হয়,
তুমি পারবে ভালবাসতে?
পারবে টিকতে এই সমাজে?
কলঙ্কের ঝাপটা তোমাকে গ্রাস করবে।
পারবে এই ঝাপটা সয়ে যেতে?
ভালবাসতে হলে তোমাকে সূর্য হতে হবে।
পারবে তুমি সূর্য হতে?
সকালে উষ্ণ, দুপুরে প্রখর, বিকেল মিষ্টি।
মেঘ তোমাকে ঢেকে দিতে চেষ্টা করবে,
তুমি পারবে মেঘ চিরে আবার জ্বলতে?
কখনও হলুদ, কখনও সোনালী
আবার কখনও গাঢ় লাল হলুদ?
তুমি পারবে না ভালবাসতে।
ভালবাসতে গেলে রং বদলানো জানতে হয়,
রংধনু তোমাকে রং ভুলিয়ে দেবে।
তুমি পারবে রং চিনতে?
ভালোবাসা অত সহজ নয়।
তুমি পারবে সমাজের চোখে ধুলো দিয়ে
চৌ-রাস্তার বাঁকে অপেক্ষা করতে?
পারবে সমাজে চোখে আবরণ টেনে দিতে?
ভালবাসতে গেলে সমাজের চোখে-চোখ রেখে কথা বলা জানতে হয়,
মানুষকে ফাঁকি দেওয়া জানতে হয়,
তুমি পারবে মানুষকে ফাঁকি দিতে?
তবেই তুমি ভালবাসতে পারবে।
ভালবাসতে গেলে চালাক হতে হয়,
পরিস্থিতি সামলে নেওয়ার মতো সাহস রাখতে হয়,
ক্লাস মিস করে দেখা করতে হয়,
বন্ধুদের আড্ডা ছেড়ে থাকতে হয়,
পারবে এসব ছেড়ে থাকতে?
ভালবাসতে গেলে কবিতা জানতে হয়,
জোকস্ জানতে হয়।
মন খারাপ হলে গান শোনাতে হয়,
হাসাতে হয়, পারবে তুমি?
ভালবাসতে গেলে ভুলে থাকা জানতে হয়,
পারবে ভুলে থাকতে?
কখনও যদি ছেড়ে চলে যাই,
অথবা মরে যাই,
কথা দাও নিজেকে সামলে নেবে,
আমাকে ভুলে থাকা শিখে যাবে,
কথা দাও স্বার্থপর বলবে না,
অভিমান করে থাকবে না,
যবে ভুলে থাকা শিখে যাবে-
সেইদিন তুমি ভালবাসতে পারবে,
ভালবাসতে গেলে অনেককিছুই ভুলে থাকতে হয়।।
~ আমিরুল ইসলাম
© Copyright Protected
© Copyright Protected
0 Comments