Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বিদ্রোহী কবি স্মরণে | কলমে ~ হর্ষময় মণ্ডল | নীরব আলো

শত সহস্র প্রতিবন্ধকতা,
সব থেকে বড় সংসার কি করে চলবে!
হ্যাঁ দুখুই বটে! সাহায্যের হাত ও কারো প্রসারিত ছিলো না,
তেমন অবস্থার কোনো আত্মীয় ছিলো না।
অভাবই মহান করলো.... 
পুড়িয়ে পুড়িয়ে বিধাতা 
সোনা টুকরো তৈরী করলেন।
বহুমুখী জীবনের গতি,
সাধারণত অভাব থেকেই আসে।
প্রতিভাকে ধরে রাখবে কে!
যেখানেই রেখেছেন 'পা '
সেখানেই ছাপ রেখেছেন নিজস্ব পরিচয়ের।
দুঃখ গুলোকে গেঁথে গেঁথে
যখন কাগজে সাজিয়ে তোলেন
তখনই সৃষ্টি হয় অতুলনীয় রস সম্ভার,
কন্ঠ থেকে নিঃসৃত স্বর হয়ে ওঠে গান।
গরীবের দুঃখ গুলো, শোষকের শোষন
নির্ভীক লেখনিতে যখন লিখেন
তখনি তো জেগে ওঠে প্রতিবাদী সত্তা।
হয়ে ওঠেন বিদ্রোহী কবি.... 
আপনার মতো ভক্তি গীতি, গজল রচনা কার
আর কটা আছে!
আপনার আক্ষেপের ভাষা ভুলিনি।
না হিন্দু না মুসলিম কেউ মেনে নিতে চায়নি।
আমি বলি কবির জাত হয় না,
গায়কের, গীতিকারের জাত হয় না,
তার পরিচয় সে মানুষ।
তাইতো নিজের করে নিয়েছে হিন্দু,
নিজের করে নিয়েছে মুসলমান,
নিজের করে নিয়েছে সারা বিশ্ব।
খেতাব পেয়েছেন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।।

       ~  হর্ষময় মণ্ডল
© Copyright Protected


Post a Comment

0 Comments

Close Menu