কবিতার ছলে লিখে গেছেন তিনি সহস্র সাম্যোর গান,
কলমের কালিকে সঙ্গী করে
প্রতিবাদ আর বিদ্রোহ করে
দিয়েছিলেন আপন প্রাণ।
তিনি চির বিদ্রোহী, চির উন্নত শির,
হিন্দু মুসলমানকে করেছিলেন তিনি
একই বৃত্তে দুটি কুসুমের নীড়।
শতকোটি প্রণামে আমাদের মাথা নত করি,
সেই মহান পুরুষের সামনে।
~ ঐন্দ্রিলা বোস
© Copyright Protected
© Copyright Protected
0 Comments