রঙ তুলির এই ভীড়ে,
মোর স্বপনের নীড়ে।
আছো হে তুমি হৃদয়বাসি
গোপনে তোমারে ভালোবাসি।
লুকাইয়া বাঁধি ঘর,
জন্ম-জন্মান্তর।
যাতনা ভুলিয়া যথা,
বলি মনের কথা...
আছে যা সুপ্ত নিরুত্তর।
মোর স্বপনের নীড়ে।
আছো হে তুমি হৃদয়বাসি
গোপনে তোমারে ভালোবাসি।
লুকাইয়া বাঁধি ঘর,
জন্ম-জন্মান্তর।
যাতনা ভুলিয়া যথা,
বলি মনের কথা...
আছে যা সুপ্ত নিরুত্তর।
~ সুস্মিতা দে
© Copyright Protected
0 Comments