ভোরের আলো ফুটবে কখন
কেউ তো জানে নাকো,
ধোঁয়ায় ধোঁয়ায় উড়ছে শিশির
উড়ছে ভোরের কাকও।
হাট বসেছে শীত বুড়িদের
পাগল হয়ে কাঁপে।
গরম জামা গায়ে দিয়েছি
চুমুক দিলুম কাপে।
এক চুমুকে পাড়ার দিকে
যেই না দিলাম চোখ
হুসেন চাচা পথ ধরে যায়
দিচ্ছে কামড় জোঁক।
নেড়ি কুত্তা দেয়নাকো ডাক
বরফ হল জমে-
ধোঁয়ার মত ভাসছে শিশির
মোরগ ডাকা কমে।
বিড়াল ছানা দিচ্ছে হানা
বন্ধ জানালাটা,
ভগ্ন সুরে গান ধরে মা
শিউরে ওঠে গাটা॥
কেউ তো জানে নাকো,
ধোঁয়ায় ধোঁয়ায় উড়ছে শিশির
উড়ছে ভোরের কাকও।
হাট বসেছে শীত বুড়িদের
পাগল হয়ে কাঁপে।
গরম জামা গায়ে দিয়েছি
চুমুক দিলুম কাপে।
এক চুমুকে পাড়ার দিকে
যেই না দিলাম চোখ
হুসেন চাচা পথ ধরে যায়
দিচ্ছে কামড় জোঁক।
নেড়ি কুত্তা দেয়নাকো ডাক
বরফ হল জমে-
ধোঁয়ার মত ভাসছে শিশির
মোরগ ডাকা কমে।
বিড়াল ছানা দিচ্ছে হানা
বন্ধ জানালাটা,
ভগ্ন সুরে গান ধরে মা
শিউরে ওঠে গাটা॥
~ উমর ফারুক
© Copyright Protected
0 Comments